ভোলায় বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী ও বিজ্ঞান অলিম্পিয়াডে প্রথম স্থান অধিকার করেছে বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজের একাদশ শ্রেণির ছাত্র মাহির আশহাব লাবিব। এ ছাড়া অলিম্পিয়াডের লাইট ফিডালিটি প্রকল্প প্রদর্শন করে সিনিয়র গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করে লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র নবাব আমীর হামজা। অপর দিকে অলিম্পিয়াডের জুনিয়র গ্রুপে প্রথম স্থান অর্জন করে হা-মীম স্কুলের দশম শ্রেণির ছাত্র নাজমুল হাসান জনি।
বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্যাপন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী ও বিজ্ঞান অলিম্পিয়াডের শেষ দিন গত মঙ্গলবার শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা স্থানীয় সরকারের উপপরিচালক রাজিব আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজিত হাওলাদার, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহ আহমেদ, ইউসুফ হাসান, জাহিদুল ইসলাম প্রমুখ।