হোম > ছাপা সংস্করণ

জামদানি শাড়ি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

খুব শখের জামদানি শাড়িটা ভাঁজে ভাঁজে কেটে গেছে? বড্ড আফসোস হচ্ছে যে আর কখনোই গায়ে তোলা হবে না প্রিয় শাড়িটি। আলমারিতে বন্দী না করে এ শাড়িটিই কাজে লাগান দারুণ উপায়ে।

  • শাড়িটা মাঝামাঝি কেটে ফেলুন। এই শাড়ির সঙ্গে রং মিলিয়ে একরঙা সাটিন বা সিল্কের শাড়ি বেছে নিয়ে মাঝখান থেকে কেটে ফেলুন। এবার অর্ধেক করে কেটে রাখা জামদানি শাড়ি এই শাড়ির সঙ্গে সেলাই করে বানিয়ে ফেলুন নতুন শাড়ি।
  • জামদানি শাড়ি কেটে ওড়না বানিয়ে ফেলতে পারেন। একরঙা জামা ও সালোয়ারের সঙ্গে দারুণ মানিয়ে যাবে। তা ছাড়া শাড়ির আঁচলের অংশ দিয়ে ওড়না ও শাড়ির বাকি অংশ দিয়েও কামিজ বানিয়ে নেওয়া যেতে পারে বিশেষ দিনের জন্য।
  • পুরো শাড়িই যদি কাজে লাগাতে চান, তাহলে বড় ঘেরওয়ালা স্কার্ট বানিয়ে নিতে পারেন। আর আঁচলের অংশটুকু কেটে টপসের বুকে ও হাতায় লাগিয়ে নিলেই নতুন পোশাক তৈরি!
  • একটু মোটা কাপড়ের ওপর জামদানি শাড়ির পাড় সেলাই করে টেবিল রানার বানিয়ে নিতে পারেন। বিশেষ বিশেষ দিনগুলোয় ডাইনিং টেবিলে বিছিয়ে নেওয়া যাবে। তবে সাবধানে ব্যবহার করতে হবে, যাতে শখের এই টেবিল রানারে তেল ঝোল বা চায়ের দাগ না পড়ে যায়।
  • জামদানি শাড়ির আঁচল কেটে ডেকোরেটিভ কুশনের কভার বানানো যেতে পারে। তবে এই কুশন কভার ড্রাই ওয়াশ করতে হবে।
  • ঘরের আভিজাত্য় বাড়িয়ে তুলতে পুরোনো জামদানি শাড়ি দিয়ে পর্দাও বানিয়ে ফেলতে পারেন। বিশেষ দিনগুলোতে আপনার ঘরের শোভা বেড়ে যাবে কয়েকগুণ।
  • এ ছাড়া ছোট ব্যাগ বা পাউচ তৈরিতেও ব্যবহার করা যায় এ ধরনের শাড়ি।
  • পুরোনো জামদানি শাড়ির আঁচলের ভারী নকশার অংশ থেকে একটি মোটিফ বেছে নিয়ে ঠিকমতো কেটে ফ্রেমে বাঁধাই করে দেয়ালে ঝুলিয়ে রাখতে পারেন।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন