Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

ডিবি পরিচয়ে ১০ লাখ টাকা ছিনতাই

শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

ডিবি পরিচয়ে ১০ লাখ টাকা ছিনতাই

শ্রীনগরে ব্যাংক থেকে টাকা তুলে বাড়িতে ফেরার পথে ডিবি পুলিশ পরিচয়ে ১০ লাখ টাকা ছিনতাই হয়েছে।গত সোমবার রাতে লৌহজং উপজেলার

কুমারভোগের হক ডেইরি ফার্মের মালিক শামীম শেখ বিষয়টি নিয়ে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ করতে আসেন। পরে নিজেই অভিযোগ না করায় বিষয়টি নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

ছিনতাইয়ের ঘটনার শিকার ভুক্তভোগীদের পারিবারিক সূত্র জানায়, সোমবার দুপুরে লৌহজং উপজেলার উত্তর কুমারভোগ গ্রামের হক ডেইরি ফার্মের মালিক শামীম শেখ (৫০) তাঁর খালা ফেরদৌসি বেগমকে (৫৩) সঙ্গে নিয়ে শ্রীনগর এম রহমান শপিং কমপ্লেক্সের ব্র্যাক ব্যাংক শাখা থেকে ঋণের ৯ লাখ ৯০ হাজার টাকা তোলেন। টাকা নিয়ে তাঁরা নিজ এলাকার এক অটোরিকশার চালককে নিয়ে বাড়ির দিকে রওনা হন। অটোরিকশাটি শ্রীনগর-দোহার বাইপাস সড়কের সিএনজি পাম্পের কাছে পৌঁছালে ডিবি পুলিশ পরিচয়ে অটোরিকশাটির গতি রোধ করে। এ সময় ৪ জন মিলে তাঁদের মাদক ব্যবসায়ী আখ্যা দিয়ে প্রাইভেট কারে তুলে নেন। পরে তাঁদের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া এলাকায় ফেলে রেখে যান।

সোমবার রাত ৭টার দিকে শামীম তাঁর খালাকে নিয়ে শ্রীনগর থানায় অভিযোগ দিতে আসেন। পুলিশের জিজ্ঞাসাবাদে তাঁদের দেওয়া তথ্য নিয়ে সন্দেহ দেখা দেয়। পরে তাঁরা মামলা করতে অস্বীকার করে থানা থেকে বের হয়ে যান। এ কারণে বিষয়টি নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান জানান, মৌখিকভাবে বিষয়টি পুলিশকে জানালেও কেউ লিখিত অভিযোগ করেননি। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ