মেহেরপুরের গাংনীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও মাদকসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। গত মঙ্গলবার রাতে উপজেলার বাঁশবাড়িয়া বাজারে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা, ১টি রামদা, ১টি তরবারি, ২টি মোবাইল ফোন ও ৪টি সিম কার্ড উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার গাঁড়াডোব গ্রামের গোলাম সারোয়ার (৪২), শাহীন হোসেন (২৯) এবং ঢাকার কদমতলী থানার মোহাম্মদ বাগ এলাকার মাহবুবুর রহমান (৫০)।
গাংনী র্যাব-৬ এর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আমান বান্না বলেন, ‘মাদক চোরাচালান করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে উপজেলার বাঁশবাড়িয়া বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় লিখন কফি হাউসের সামনে থেকে গোলাম সারোয়ার, শাহীন ও মাহবুবুর পালানোর চেষ্টা করলে তাঁদের ধাওয়া করে আটক করা হয়। গত বুধবার সকালে তাঁদের বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’