সিলেট প্রতিনিধি
সিলেটে করোনায় মৃত্যুহীন দিনে দুজন আক্রান্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় ৬৫৪ জনের নমুনা পরীক্ষা করে তাঁদের করোনা শনাক্ত করা হয়। শনাক্তের হার শূন্য দশমিক ৩১ শতাংশ। এ সময়ে সুস্থ হয়েছেন দুজন।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, গত শুক্রবার ৮টা থেকে গতকাল শনিবার সকাল ৮টার মধ্যে বিভাগে করোনায় কেউ মারা যায়নি। এ সময়ে দুজনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তরা সিলেটের বাসিন্দা। নতুন শনাক্ত দুজনকে নিয়ে বিভাগের চার জেলায় এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে ৫৫ হাজার ১৮ জন।