নানা বিতর্ক ও বিরোধিতাকে সঙ্গী করেই শুরু হলো শীতকালীন বেইজিং অলিম্পিক। গতকাল শুক্রবার হয়ে গেছে আয়োজনের বর্ণাঢ্য উদ্বোধনও। ৯১টি দেশের ৩ হাজার অ্যাথলেট ২০ ফেব্রুয়ারি পর্যন্ত লড়বে ১০৯টি সোনার পদকের জন্য।
২৪তম শীতকালীন অলিম্পিক আয়োজন নিয়ে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেন, ‘পুরো বিশ্বের চোখ এখন চীনের দিকে এবং চীনও প্রস্তুত। বিশ্বকে সুবিন্যস্ত, নিরাপদ ও দুর্দান্ত গেমস উপহার দেওয়ার জন্য আমরা নিজেদের সেরাটা উজাড় করে দেব।’
তবে বিতর্কের ছাপ পড়েছে অলিম্পিক আয়োজনে। মানবাধিকার লঙ্ঘনের ইস্যুতে ইতিমধ্যে অনেক সংগঠন প্রতিবাদ জানিয়েছে। এ ছাড়া করোনা মহামারির প্রভাব তো রয়েছেই। এখন সব প্রতিবন্ধকতা পেরিয়ে চীন সফলভাবে আয়োজন করতে পারে কি না, সেটাই দেখার অপেক্ষা।