Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

বন্ধ চিলাহাটি রেলস্টেশন নির্মাণ

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

বন্ধ চিলাহাটি রেলস্টেশন নির্মাণ

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি আন্তর্জাতিক রেলস্টেশনের নির্মাণকাজ থমকে আছে। বর্ধিত টাকার অনুমোদন না হওয়ায় সীমান্তের চিলাহাটি রেলস্টেশনের মূলভবনের নির্মাণকাজ বন্ধ হয়ে গেছে। ৯ মাস আগে মাটি খুঁড়ে পাইল ক্যাপের ওপর ৯২টি পিলারের রড স্থাপনের পর কাজের আর কোনো অগ্রগতি হয়নি। তবে বাড়তি টাকার অনুমোদন হলেই কাজ শুরু হবে বলে জানায় ঠিকাদারি প্রতিষ্ঠান।

অন্যদিকে নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি ফারহানুল হক বলেন, চিলাহাটি রেলস্টেশনকে সুসজ্জিত করা হলে আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য আরও সহজ হবে। তিনি স্টেশন আধুনিকায়নের কাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানান।

জানা যায়, দেশের মোংলা পোর্ট হয়ে ভারতের উত্তর-পূর্ব অংশ নেপাল এবং ভুটানের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনার জন্য চিলাহাটি ও ভারতের হলদিবাড়ি সীমান্তকে গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে বাণিজ্যিক সুবিধা জোরদারে ২০১৯ সালের ২৭ জুন চিলাহাটি রেলস্টেশনের কাজ শুরু হয়। চিলাহাটি-হলদিবাড়ি ব্রডগেজ রেলপথ সংযোগের পর ২০২০ সালের ১৭ ডিসেম্বর পণ্যবাহী ও ২০২১ সালের ২৭ মার্চ আন্তর্দেশীয় যাত্রীবাহী মিতালি এক্সপ্রেস যাত্রীবাহী ট্রেনের রেলগাড়ি চলাচলের উদ্বোধন করেন দুই দেশের সরকারপ্রধান শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি। পণ্যবাহী ট্রেন চলতি বছরের ১ আগস্ট থেকে নিয়মিত চলাচল করলেও করোনার কারণে যাত্রীবাহী ট্রেন মিতালি এক্সপ্রেস এখনো চালু হয়নি।

ঠিকাদারি প্রতিষ্ঠানটির প্রকল্প ব্যবস্থাপক রোকনুজ্জামান সিয়াব বলেন, প্রায় ২০ কোটি টাকার অতিরিক্ত কাজ করা হয়েছে। বাড়তি প্রকল্পের কাজগুলো ডিপিপি থেকে আরডিপি না হওয়ায় নতুন করে অর্থ সংস্থান হচ্ছে না।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ