ধনবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে প্যাকেজ আকারে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর নিত্যপণ্য বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এই বিক্রি কার্যক্রম চালানো হয়।
এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার হোসেন কালু। আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ইউসুফ আলী ও বিউটি এন্টারপ্রাইজের ডিলারের প্রতিনিধি আবু তারেক প্রমুখ। টিসিবির পণ্য প্যাকেজ আকারে বিক্রির কোনো নিয়ম না থাকলেও এসব নিত্যপণ্য প্যাকেজ আকারে বিক্রি করায় টিসিবিকে ধন্যবাদ জানান বীর মুক্তিযোদ্ধারা।