সাতক্ষীরার কালীগঞ্জের ইছামতী কালিন্দী নদীতে জেলের জালে ধরা পড়েছে স্যাটেলাইট ট্রান্সমিটার বসানো কচ্ছপ। গত রোববার সকাল সাড়ে ১০টার দিকে কালীগঞ্জের সীমান্তবর্তী কালিন্দী, ইছামতী ও কাঁকশিয়ালী নদীর মোহনায় আব্দুল আজিজ নামের এক জেলের জালে আটকা পড়ে এক বিরল প্রজাতির একটি কচ্ছপ।
স্থানীয় জেলেরা দেখতে পান কচ্ছপের গায়ে মোবাইল নম্বর লেখা আছে। তখন জেলে আব্দুল আজিজ মোবাইল নম্বরে কথা বললে তাঁরা বলেন, কচ্ছপটি রেখে দিন আমরা এসে নিয়ে যাব। ততক্ষণে স্থানীয় জেলেরা কচ্ছপটি বসন্তপুর বিডিআর ক্যাম্পের সুবেদারের কাছে হস্তান্তর করেন।
পরবর্তী সময়ে ফরেস্টার বন বিভাগের লোকজন বিরল প্রজাতির বাটাগুরবাস্কা কচ্ছপ উদ্ধার করেন বন বিভাগের কর্মকর্তারা। সংবাদ পেয়ে স্থানীয় লোকজন ভিড় জমান কচ্ছপ দেখার জন্য। কী কারণে বন বিভাগের লোকজন কচ্ছপটি স্যাটেলাইট ক্যামেরা বসিয়ে নদীতে ছেড়েছিল, তা জানা সম্ভব হয়নি।