‘বৈষম্য ঘোচাও, সাম্য বাড়াও, মানবাধিকার সুরক্ষা দাও’-স্লোগানে রাজশাহীতে বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে রাজশাহী বিভাগীয় ও জেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. জিয়াউল হক।
জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী, সাংবাদিক আকবারুল হাসান মিল্লাত, রাজশাহী মানবাধিকার জোটের সদস্যসচিব রাজকুমার সাঁও প্রমুখ।
এদিকে, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের রাজশাহী জেলা শাখার উদ্যোগে পথসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।
আসক ফাইন্ডেশনের জেলা সভাপতি প্রকৌশলী জিয়া উদ্দিন আহমেদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সম্পাদক প্রকৌশলী আরিফুল ইসলাস আরিফ, সিনিয়র সহসভাপতি সাইদুর রহমান, সহসভাপতি মাজেদুল আলম শিবলী, কামরুজ্জামান রাকিব, যুগ্ম সম্পাদক মোহনা, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক মাকসুদা আলম প্রমুখ।