মুজিবনগরে উপজেলা পর্যায়ে সরকারি দপ্তরের কর্মকর্তাদের নিয়ে ন্যাশনাল পোর্টাল বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে মুজিবনগর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রাম এর সহযোগিতায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা হয়।
মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকারের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় ভার্চ্যুয়াল প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) ডা. মো. আবদুল মান্নান (পিএএ)। ভার্চ্যুয়াল বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক ডা. মোহাম্মদ মনসুর আলম খান, ন্যাশনাল পোর্টালের ইমপ্লিমেন্টেশন স্পেশালিস্ট (উপসচিব) দৌলতুজ্জামান খান ও মেহেরপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস।
প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন মুজিবনগর উপজেলা আইসিটি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার এনাম আহমেদ সহজ, আইসিটি ডিভিশনের ইয়ং প্রফেশনাল এটুআই মোহাম্মদ সাইফুল্লাহ।
ন্যাশনাল পোর্টাল বিষয়ক দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ৩০ জন সরকারি কর্মকর্তা অংশগ্রহণ করেন।