Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

স্নানোৎসবে পুলিশসহ ডায়রিয়ায় আক্রান্ত ৩৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি

স্নানোৎসবে পুলিশসহ ডায়রিয়ায় আক্রান্ত ৩৩

নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে সনাতন ধর্মাবলম্বীদের মহাষ্টমী পুণ্য স্নানোৎসবে পুলিশসহ ৩৩ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে দুই পুলিশ সদস্যকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তবে তাঁদের অবস্থা গুরুতর নয় বলে দাবি পুলিশের। ডায়রিয়ায় আক্রান্ত হওয়া রোগীদের মধ্যে ২২ জন পুরুষ ও ১১ জন নারী। আক্রান্তদের মধ্যে ৮ রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আলাউল কবির দিপু। তিনি বলেন, `শুক্রবার রাত ১২টা থেকে স্নানোৎসব এলাকা থেকে ডায়রিয়ার রোগী আসা শুরু হয়। একে একে ৩৩ রোগী বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। আমরা দুজনকে ঢাকায় পাঠিয়েছি।’

এ বিষয়ে জেলা সিভিল সার্জন মশিউর রহমান বলেন, লাঙ্গলবন্দ স্নানোৎসবে দায়িত্ব পালনকালে অনেকেই ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। ঠিক কী কারণে এমনটা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে বলা যাচ্ছে না। ফুড পয়জনিং থেকে এই সমস্যা হতে পারে। তবে ভর্তি হওয়া সকলেই আশঙ্কামুক্ত।

প্রায় ২০ পুলিশ সদস্য ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার বিষয়ে জেলা পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, দায়িত্ব পালন করার সময় কয়েকজন পুলিশ সদস্যের পেট খারাপ হয়েছিল। তাঁদের মধ্যে অনেকেই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আবার কেউ কেউ সুস্থ হয়ে পুনরায় দায়িত্ব পালন করছেন। দুই পুলিশ সদস্যকে ঢাকায় পাঠানো হয়েছে। তবে তাঁদের অবস্থা গুরুতর নয়।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ