গোপালপুরে পান করার সময় গলায় পানি আটকে (চোকিং) এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে পৌর শহর এলাকায় এ ঘটনা ঘটে। ওই শিশুর নাম রুশদাহ কায়সার। তার বয়স ২ বছর ৪ মাস। সে উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা আবু কায়সার রাসেলের ছোট মেয়ে।
জানা গেছে, রুশদাহ কায়সার বাসায় খেলতে গিয়ে টিভির নিচে পড়ে হালকা ব্যথা ও ভয় পায়। পরে তাকে পানি পান করানোর সময় গলায় আটকে যায়। পরিবারের সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলিম আল রাজি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বাদ আছর মির্জাপুর ইউনিয়নের নুঠুরচর গ্রামের বাড়ির সামাজিক কবরস্থানে শিশুটির লাশ দাফন করা হয়।