সিলেট-২ আসনের সাংসদ মোকাব্বির খান বলেছেন, ‘প্রবাসীরা কষ্টার্জিত রেমিট্যান্স দেশে প্রেরণ করেন। গার্মেন্টস কর্মীরা শরীরের ঘাম ঝরিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করেন। আর অন্যদিকে রাজনৈতিক চোর-ডাকাতরা দুর্নীতির মাধ্যমে বিলিয়ন বিলিয়ন টাকা বিদেশে পাচার করে। এদের শাস্তি হওয়া দরকার। দুর্নীতি দূর না হলে দেশের উন্নয়ন সম্ভব নয়।’
সাংসদ গত মঙ্গলবার ওসমানীনগর উপজেলার চাতলপাড় জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ২০২১ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি দিলোয়ার হোসেন দিলশাদ। মাদ্রাসার সহসুপার নাজিম উদ্দিনের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন তামিম হাসপাতালের প্রতিষ্ঠাতা গোলাম কিবরিয়া, দয়ামীর ইউপির সাবেক চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ নুনু, মাদ্রাসার সুপার মো. আব্দুল হাই, রহমতপুর উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, শিক্ষক মওদুদ আহমদ, দাখিল পরীক্ষার্থী ফখরুল ইসলাম।