আগামী ২ নভেম্বর নীলফামারীর ডোমার পৌরসভা নির্বাচনের মেয়র পদে নৌকার মাঝি হলেন গণেশ কুমার আগরওয়ালা। তিনি ডোমার উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক। অন্যদিকে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভা নির্বাচনে নৌকার দলীয় মনোনয়ন পেয়েছেন ইউনূছ আলী মণ্ডল। তিনি ঘোড়াঘাট পৌর আওয়ামী লীগের সভাপতি।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভায় তাঁদের এ মনোনয়ন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গণেশ কুমার আগরওয়ালা তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘আমি সবার দোয়া, আশীর্বাদ চাই। সব ভেদাভেদ ভুলে আগামী ২ নভেম্বর নৌকা প্রতীকে ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার বিনীত অনুরোধ থাকল সবার প্রতি।’