বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঘোড়দৌড় অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে জেলা পরিষদের আয়োজনে মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে এই ঘোড়দৌড় অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় পাঁচ জেলা থেকে মোট ১৪টি ঘোড়া অংশগ্রহণ করে। প্রথম স্থান লাভ করে মামু ভাগনে ঘোড়া, দ্বিতীয় স্থান লাভ করে রুপসী বাংলা ঘোড়া, তৃতীয় স্থান লাভ করে গোলাম মোস্তফা ঘোড়া।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মৌলভীবাজার ৩-আসনের সাংসদ নেছার আহমদ। জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন, পৌর মেয়র ফজলুর রহমান প্রমুখ।