করোনা মহামারির কারণে নির্ধারিত সময়ের আট মাস পর শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুই শুরু হয় এবারের এইচএসসি পরীক্ষা। প্রথম দিনে দুটি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিনের পরীক্ষায় জেলায় ২৫ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল বলে জানা গেছে।
মৌলভীবাজারে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৩ হাজার ২৭৯। এর মধ্যে ছাত্র ৫ হাজার ৬৩৭ জন এবং ৭ হাজার ৬৪২ জন ছাত্রী। জেলার ১৪টি কেন্দ্রে পরীক্ষা ৪৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা অংশ নিয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান বিষয়ে পরীক্ষার অনুষ্ঠিত হয়। প্রথম শিফটের পরীক্ষা শেষ হয় বেলা সাড়ে ১১টায়। বেলা ২টায় দ্বিতীয় শিফটে সাধারণ বিজ্ঞান বিষয়ে পরীক্ষা শুরু হয়ে শেষ হয় বেলা সাড়ে ৩টায়।
জানা গেছে, ২০২১ শিক্ষাবর্ষে এইচএসসি পরীক্ষা অন্যান্য বছরের মতো হচ্ছে না। এবার শুধু নৈর্বাচনিক বিষয়ে। আর আবশ্যিক বিষয়ে আগের পাবলিক পরীক্ষার সাবজেক্ট ম্যাপিং করে মূল্যায়নের মাধ্যমে নম্বর দেওয়া হবে। এ ছাড়া চতুর্থ বিষয়েরও পরীক্ষা নেওয়া হবে না।
শিক্ষার্থী মায়মুনা তাবাসসুম বলে, ‘পরীক্ষা নেওয়ায় খুশি হয়েছি। কেউ বলতে পারবে না অটো পাস। পরীক্ষার জন্য দীর্ঘদিন থেকে প্রস্তুতি নিয়েছি। আশা রাখি সেই প্রস্তুতির সফল পরিসমাপ্তি হবে।’
অভিভাবক আফজাল হক বলেন, ‘সন্তানদের নিয়ে প্রত্যেক অভিভাবক চিন্তায় থাকেন। আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে। আজ তাকে নিয়ে এসেছি। পরীক্ষা কখন হবে, কী প্রক্রিয়া হবে—তা নিয়ে চিন্তায় ছিলাম। এখন পরীক্ষা শুরু হয়েছে। আশা করছি ভালো কিছু হবে।’
মৌলভীবাজার সদরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এ সময় কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক বলেন, ‘একটা নির্দিষ্ট সময়ের প্রতিবছর পরীক্ষা হয়। কিন্তু মহামারি করোনাভাইরাসের কারণে গত দুই বছর হচ্ছে না। তবে এবার দেরিতে পরীক্ষা হলেও আমরা স্বস্তি প্রকাশ করছি। শেষ পর্যন্ত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সবাই খুশি পরীক্ষা শুরু হওয়ায়।’