জেলা বিএনপি আগামী ২৮ ডিসেম্বর ফেনীতে যেকোনো মূল্যে সমাবেশ করতে চায়। এখন পর্যন্ত প্রশাসনের অনুমতি না পেলেও দলটির জেলার শীর্ষ নেতারা দফায় দফায় এ নিয়ে বৈঠক করছেন। মহাসমাবেশ সফল করার লক্ষ্যে সাতটি উপকমিটি গঠন করেছে জেলা বিএনপি। সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
জেলা বিএনপির তথ্য সেল সূত্র জানায়, উপকমিটির মধ্যে ব্যবস্থাপনা উপকমিটির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, অভ্যর্থনা উপকমিটির আহ্বায়ক অধ্যাপক এম এ খালেক, অর্থ উপকমিটির আহ্বায়ক গাজী হাবিবউল্যাহ মানিক, প্রচার উপকমিটির আহ্বায়ক এয়াকুব নবী, আপ্যায়ন উপকমিটির আহ্বায়ক আলাউদ্দিন গঠন, শৃঙ্খলা উপকমিটির আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারি এবং মঞ্চ ব্যবস্থাপনা উপকমিটির আহ্বায়ক করা হয়েছে আলাল উদ্দিন আলালকে।
জেলা বিএনপির আহ্বায়ক আলাল উদ্দিন আলাল জানান, উপকমিটিতে ফেনী জেলা, উপজেলা এবং পৌর বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে সদস্য করা হয়েছে।
আলাল উদ্দিন আলাল আরও জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আগামী ২৮ ডিসেম্বর মহাসমাবেশ করার লক্ষ্যে তিনটি স্থান নির্ধারণ করা হয়েছে। এর যেকোনো একটি স্থানে সমাবেশ করতে প্রশাসনের কাছে অনুমতি চায় জেলা বিএনপি।