বিজয়ের ৫০ বছর উদ্যাপন উপলক্ষে শরীয়তপুর জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। জেলার ১ হাজার ৪৫০ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা জানানো হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধারা স্মৃতিচারণ করেন।
বৃহস্পতিবার শরীয়তপুরের জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সংবর্ধনা অনুষ্ঠানটি আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পারভেজ হাসান, পুলিশ সুপার এসএম আশ্রাফুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেদুর রহমান খোকা সিকদার, পৌর মেয়র পারভেজ রহমান জন প্রমুখ। বীর মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা স্মারক ও উপহার সামগ্রী দেওয়া হয়।