চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কারখানায় চুরিতে বাধা দেওয়ায় তিন আনসার সদস্যদের ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাতে হিঙ্গুলী ইউনিয়নে অবস্থিত বিএসআরএম কারখানার উত্তর পূর্বাংশে এ হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, গত শুক্রবার রাতে ৩০-৩৫ জন কারখানার সীমানার ভেতরে ঢুকে রিপেয়ার টুলস চুরি করছিল। এতে আনসার সদস্যরা বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় তারা আনসার সদস্যদের ওপর হামলা করে।
দুর্বৃত্তরা বিএসআরএম কারখানার ভেতরে থাকা দুটি ক্রেন স্টোবার, ৬টি ক্রেনের টার্চ পাইচ ও দুটি ডাম্প ট্রাকের বামপার নিয়ে নিয়ে গেছে। এ ঘটনায় জোরারগঞ্জ থানায় মামলার প্রক্রিয়া চলছে। আহতরা হলেন রামধন চন্দ্র দাস, মিজানুর রহমান ও মো. মফিজুল ইসলাম।
সোনাপাহাড় বিএসআরএম কারখানার সহকারী ব্যবস্থাপক মো. ফয়েজ উল্লাহ বলেন, ‘গত শুক্রবার রাত সাড়ে ৯টার সময় অজ্ঞাত ৩০-৩৫ জনের একটি চোরের দল ছুরি, রামদা, চাপাতি ও রড নিয়ে আমার প্রতিষ্ঠানে চুরির উদ্দেশে আসে। এ সময় দায়িত্বে থাকা আনসার সদস্যরা তাদের কেন ভেতরে আসছে জিজ্ঞেস করলে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তিনদিক থেকে হত্যার উদ্দেশে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে তিনজন আনসার সদস্য আহত হয়েছেন।’
জোরারগঞ্জ থানার ডিউটি অফিসার (এসআই) মো. আবুল খায়ের বলেন, এখনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।