সাকিব আল হাসান-তাসকিন আহমেদের মতো তারকা ক্রিকেটার নিয়েও সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সুবিধা করতে পারেনি মোহামেডান। সেই হতশ্রী ছবি বদলাতে এবার তারকার হাট বসিয়েছে ক্লাবটি।
সাকিব-তাসকিন তো আছেনই, এবার মোহামেডান দলে ভিড়িয়েছে মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজদের মতো তারকা ক্রিকেটারদেরও।
গত পরশু মাহমুদউল্লাহ, মুশফিক, সৌম্য, তাসকিনসহ ২২ ক্রিকেটারের সঙ্গে মোহামেডানের চুক্তিও হয়ে গেছে।
চুক্তির পর মাহমুদউল্লাহ বলেছেন, ‘এবার চ্যাম্পিয়নের স্বাদ দিতে চাই মোহামেডানকে।’ একই কথা মুশফিকেরও, ‘ভালো খেলে দলের হয়ে শিরোপা জিততে চাই।’