আগৈলঝাড়ায় অজ্ঞাতনামা এক বৃদ্ধকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত ১টায় উপজেলার কালুরপাড় এলাকায় খালের পাশে ভেজা শরীরে এক বৃদ্ধ পড়ে আছে। তখন স্থানীয়রা ওই বৃদ্ধকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তানজিলা আক্তার জানান, অসুস্থ অবস্থায় এক বৃদ্ধ ব্যক্তিকে উপজেলা হাসপাতালে নিয়ে এলে তাঁকে চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়। ওই বৃদ্ধ বরিশাল কোতোয়ালি থানার সাহেবেরহাট এলাকার সেলিম গাজীর ছেলে স্বপন গাজী বলে নিজের পরিচয় দিচ্ছেন। বয়স ৭০ বছর বলে জানান। তবে এক একসময় এক এক রকম কথা বলছেন। তাঁকে মানসিক ভারসাম্যহীন বলে মনে হচ্ছে।