আগৈলঝাড়ায় ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। এ ছাড়া ২ জন আহত হয়েছেন।
গতকাল বিকেলে উপজেলার দাশেরহাট সীমান্ত ব্রিজ সংলগ্ন সড়কে ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে ফুল্লশ্রী গ্রামের সরোয়ার সরদারের ছেলে সজল সরদার রাস্তার ওপর ছিটকে পরে গুরুতর আহত হন। এ সময় নুরু মোল্লা ও মিন্টু বিশ্বাস নামে আরও দুজন আহত হন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজু বিশ্বাস জানান, আহত ৩ জনকে চিকিৎসা দিয়ে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যে মারা যান তিনি।