শ্রীনগর উপজেলার আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভাগ্যকুল ইউনিয়নের সদস্য প্রার্থী মো. মোসারফ ব্যাপারীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।
অভিযোগ উঠেছে, দীর্ঘদিন ধরে ৪ নম্বর ওয়ার্ডের রাস্তাটি চলাচলের অনুপযোগী ছিল। মোসারফ ব্যাপারী ইউপি সদস্য থাকাকালীন স্থানীয়রা একাধিকবার রাস্তা সংস্কার করার জন্য দাবি জানালেও তিনি সংস্কার করেননি। গত শনিবারর তিনি এলাকার ভোটারদের ভোট পাওয়ার জন্য এই সংস্কার করেন।
ইউপি সদস্য প্রার্থী মোসারফ বলেন, ‘আমি রাস্তার কোনো কাজ করাইনি। দুই দিন আগে একটি রিকশা পুকুরে পরে গিয়েছিল আর একটি নির্বাচনী প্রচারের অটো গাড়ি মাইকসহ পরে গেছি। তাই এলাকার নুরু খলিফা রাস্তাটি বড়ি থেকে বস্তা এনে ঠিক করে দিয়েছে।’
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, এটি নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের শামিল। তিনি আচরণ বিধি লঙ্ঘনের প্রমাণ থাকলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।