মুন্সীগঞ্জের শ্রীনগরে ঘুরতে আসা প্রেমিক যুগলের আপত্তিকর ভিডিও ধারণ করে তা পরিবারের কাছে পাঠিয়ে ব্ল্যাকমেইল করায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শনিবার শ্রীনগর থানায় পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে।
স্থানীয় ও এজাহার সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে সিরাজদিখান উপজেলার শেখরনগর থেকে এক স্কুলছাত্রী তার প্রেমিককে নিয়ে ঘুরতে যায়। সেখানে অটোরিকশায় বসে দুজন কথা বলার সময় সাতগাঁও এলাকার ইমরানের নেতৃত্বে কয়েকজন মিলে তাদের সেখান থেকে ধরে সাতগাঁও এলকায় নিয়ে যায়। এ সময় নির্জন স্থানে নিয়ে প্রেমিক যুগলের আপত্তিকর ভিডিও ধারণ করে। ব্ল্যাকমেইল করে অর্থ হাতিয়ে নেওয়ার জন্য তারা প্রায় ৭ মিনিটের ভিডিওটি ওই ছাত্রীর মায়ের কাছে পাঠায়। এ ঘটনায় ওই ছাত্রী বেশ কয়েকবার আত্মহত্যার চেষ্টা করে। পরে নিরুপায় হয়ে শুক্রবার রাতে ওই ছাত্রীর মা শ্রীনগর থানায় এসে লিখিত অভিযোগ করেন। এ ঘটনায় জড়িত সাতগাঁও গ্রামের আলামিন (২৪), মাসুদকে (২০) পুলিশ গ্রেপ্তার করেছে।
স্থানীয় লোকজন জানায়, এই ঘটনায় নেতৃত্ব দেওয়া ইমরান ও গ্রেপ্তার ব্যক্তিরা বীরতার ইউনিয়ন পরিষদ নিবার্চনে স্বতন্ত্র প্রার্থী মো. ইসলামের কর্মী। দুজনকে গ্রেপ্তারের পর পরই ইসলাম তাদের ছাড়ানোর জন্য থানায় ছুটে যান। তবে ইসলাম এ অভিযোগ অস্বীকার করেছেন। ইসলাম জানান, তিনি আটকদের ছাড়ানোর জন্য থানায় যাননি এবং তারা তার কর্মী নয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীনগর থানার এসআই তন্ময় জানান, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।