বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে যশোরের কেশবপুরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে রাসেল স্মৃতি স্টেডিয়ামে এই লাঠিখেলা দেখতে মাঠের চারপাশে হাজারো মানুষ ভিড় জমায়। খেলা উপভোগ করার জন্য শিশুদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে মাগুরা জেলার ও শ্রীপুর উপজেলার খেলোয়াড়েরা এ খেলায় অংশ নেন। খেলার শুরুতেই মকবুল সরদার, ইউসুফ আলী, ইয়াসিন আলী, মাসুদ, তহুর ও ফাতেমার লাঠি পরিচালনাসহ শারীরিক কসরত দেখে দর্শকেরা আনন্দে মেতে ওঠেন।
দীর্ঘদিন পর গ্রামবাংলার এ খেলা দেখতে এসে উপজেলার নেপাকাটি গ্রামের অলিয়ার রহমান বলেন, ‘বৃদ্ধদের পাশাপাশি শিশুদের লাঠি পরিচালনার দৃশ্য দেখে আমি মুগ্ধ।’
স্কুলছাত্র সাইফুল্লাহ জানায়, সে প্রথম এই লাঠি খেলা উপভোগ করছে।
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জয়িতা পাল জানায়, খেলা দেখে তার খুব আনন্দ লেগেছে। মেয়েরা যে এ খেলা করতে পারে সেটা জানা ছিল না।
উপজেলার প্রতাপপুর গ্রামের শিক্ষক আব্দুল কুদ্দুস খেলা দেখে বলেন, ‘শিশুরা লাঠি খেলা দৃশ্য অবাক করার মতো।’