তালতলী উপজেলায় মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস প্রায় সব সময়ই থাকে তালাবদ্ধ। নারীরা সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে অফিস বন্ধ থাকায় সেবা না নিয়েই ফিরে যান।
অভিযোগ রয়েছে, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর বেগম ও অফিস সহকারী সফিকুল ইসলাম নিজেদের খেয়ালখুশি মতো অফিস করেন। তাঁদের ফোন করলেই শোনা যায় হাজারো অজুহাত। বিশেষ করে শাহিনুর বেগম তালতলী ও বেতাগী উপজেলার দায়িত্বে রয়েছেন। এ কারণে যে উপজেলা থেকে ফোন করা হয় শুনেই অন্য উপজেলায় থাকার কথা বলেন। আবার মাঝেমধ্যে তিনি জেলা অফিস ও ঢাকায় অফিশিয়াল কাজে ব্যস্ত থাকার কথা জানান। এ কারণে তালতলীর নারীরা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
অন্যদিকে, অফিস সহকারী সফিকুল ইসলামকে ফোন করলে জানা যায়, তিনি জুম মিটিংয়ে আছেন। কিন্তু অফিস তালাবদ্ধ রেখে অদৃশ্য স্থানে বসে তিনি জুম মিটিংয়ে অংশগ্রহণ করেছেন।
সেবাবঞ্চিত নিশানবাড়িয়া ইউনিয়নের রাবেয়া বেগম বলেন, ‘এই অফিসে এসে বন্ধ দেখছি। অনেক দূর থেকে এসেছি, কী করব বুঝতে পারছি না।’ আছিয়া নামে আরেক নারী বলেন, ‘আমি এখন পর্যন্ত ম্যাডামের সাক্ষাৎই পাইনি। এই অফিস সব সময় তালাবদ্ধ থাকে বলে শুনেছি।’ অন্য এক নারী বলেন, ‘ম্যাডামকে একদিন দেখেছি তাও এক ঘণ্টা পরে চলে গেছেন।’ একই ধরনের অভিযোগ করেন কহিনুর বেগম, সুমি আক্তারসহ একাধিক নারী।
অভিযোগ অস্বীকার করে তালতলী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর বেগম বলেন, ‘আমি অসুস্থ। ডাক্তার দেখাতে ঢাকা এসেছি। তাছাড়া অফিস নিয়মিত খোলা থাকে।’ অফিস সহকারী শফিকুল ইসলামের অফিস বন্ধ রেখে জুম মিটিংয়ে অংশগ্রহণের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘বরগুনা জেলা মহিলা বিষয়ক কার্যালয়ে বসে জুম মিটিংয়ে অংশগ্রহণ করেছিলেন শফিকুল ইসলাম।’
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মেহেরুন নাহার মুন্নি মুঠোফোনে বলেন, ‘অসুস্থতার জন্য লোক মারফত ছুটির একটি আবেদন দিয়ে শাহিনুর বেগম ঢাকা অফিসে গিয়ে বিভিন্ন তদবির করেন। তাঁর বিরুদ্ধে আগেও অনেক অভিযোগ পেয়েছি। কিন্তু তাঁর ভাই ক্ষমতাসীন দলের প্রভাবশালী লোক হওয়ায় পার পেয়ে যান। তিনি তাঁর বরগুনা শহরের বাসায় বসে দুই উপজেলার দাপ্তরিক কাজ করেন।’
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওসার হোসেন বলেন, ‘উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অফিস বন্ধ থাকার খবর পেয়ে খোঁজ নিয়ে জানতে পারি যে ওই দপ্তরের কর্মকর্তা শাহিনুর বেগম অসুস্থতার জন্য ছুটি নিয়ে ঢাকা গেছেন। অফিস সহকারী শফিকুল ইসলাম অন্য কোথাও বসে জুম মিটিংয়ে রয়েছেন।’