দাউদকান্দিতে ১ হাজার ৫০০ কৃষকের মধ্যে বিনা মূল্যে ভুট্টাবীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে অনুষ্ঠান হয়।
এতে কৃষকদের হাতে ভুট্টাবীজ তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন অতিথিরা। উপজেলার ১৫টি ইউনিয়নের কৃষকদের এ সহায়তা দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল ইসলাম খাঁন। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন।
এ সময় উপস্থিত ছিলেন দাউদকান্দি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সারোয়ার জাহান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইউনুস মিয়া, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন প্রমুখ।
উপজেলায় ভুট্টা চাষ বাড়াতে এসব বিতরণ করা হচ্ছে।