মির্জাপুরে বৃষ্টিতে সরিষাসহ শীতকালীন ফসল আলু, বাঁধাকপি, ফুলকপি, লাউ, শিম, পেঁয়াজের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বৃষ্টি এভাবে অব্যাহত থাকলে সরিষা ও আলুর ফলন কমে যাবে বলে জানিয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এ উপজেলায় গত শনিবার থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। গতকাল সোমবারও দিনভর বৃষ্টি হয়।
মির্জাপুর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল হালিম বলেন, উপজেলার ৯ হাজার হেক্টর জমিতে সরিষা ১ হাজার হেক্টর জমিতে শীতকালীন ফসল যেমন আলু, বাঁধাকপি, পেঁয়াজ, ফুলকপি, শিম আবাদ করা হয়েছে। এই বৃষ্টির পানি জমির কোথাও যাতে জমে না থাকে সে জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে। জমিতে পানি জমে থাকলে শীতকালীন ফসলের ক্ষতি হতে পারে।
আব্দুল হালিম আরও বলেন, সাগরের নিম্নচাপের প্রভাবে শনিবার থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে মির্জাপুরের জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। অবিরাম বৃষ্টির কারণে উপজেলাবাসীর জীবনে দেখা দিয়েছে স্থবিরতা। বিশেষ করে উপজেলায় শীতকালীন সবজির মধ্যে আলু ও সরিষার চাষিরা দুশ্চিন্তায় পড়েছেন।