Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

ভ্যানচালককে হত্যার প্রতিবাদে মানববন্ধন

আগৈলঝাড়া প্রতিনিধি

ভ্যানচালককে হত্যার প্রতিবাদে মানববন্ধন

বরিশালের আগৈলঝাড়ায় ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত ভ্যানচালককে হত্যার বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার বিকেলে উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া মহিলা দাখিল মাদ্রাসা সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, বর্তমান ইউপি সদস্য শামীম মিয়া ওরফে লিকচান, সংরক্ষিত ইউপি সদস্য নুরুন নাহার, সাবেক ইউপি সদস্য আব্দুল কাদের মিয়া, গোলাম মাওলা, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বজলুর রহমান মন্টু, স্থানীয় আব্দুর রহমান, হাবিবুর রহমান, মোশারেফ হোসেন ছবি, শাখাওয়াত হোসেন, নিহত ভ্যান চালক মোকলেস মিয়ার স্ত্রী খাদিজা বেগম, ছেলে উজ্জল মিয়া, আলামিন মিয়া, মেয়ে সালমা বেগম প্রমুখ।

গত ১১ নভেম্বর বাগধা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বর পদে বিজয়ী হন আপেল প্রতীকের প্রার্থী শামীম মিয়া ওরফে লিকচান। ১৩ নভেম্বর সকালে ভ্যানে মেম্বার শামীম খাজুরিয়া থেকে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে সৌজন্য দেখা করার উদ্দেশ্যে রওয়ানা হন।

কিছু দূর অগ্রসর হওয়ার পরপরই পরাজিত মেম্বার প্রার্থী ইউনুস মিয়ার (টিউবওয়েল) নেতৃত্বে তার ৩০ থেকে ৩৫ জনের সমর্থকের একটি দল লাঠিসোঁটা নিয়ে ওই ভ্যানে থাকা লোকজনের ওপর হামলা চালায়। হামলায় ৭ থেকে ৮ জন আহত হয়। এ সময় মোকলেসকে বেদম মারধর করা হয়। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গত ১৫ নভেম্বর সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মোকলেস মিয়া মারা যান।

মানববন্ধনে নিহত মোকলেসের স্ত্রী খাদিজা বেগম বলেন, ‘আমার স্বামীকে বিনা অপরাধে মারধর করে হত্যা করা হলো। আমরা ঘাতকদের উপযুক্ত বিচারের মাধ্যমে ফাঁসির দাবি জানাই।’

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, হামলার ঘটনায় গত শনিবার ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করে লিকচানের সমর্থক ইলিয়াস মিয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ