নরসিংদীতে গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও একজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি। গতকাল শুক্রবার দুপুরে নরসিংদীর সিভিল সার্জন মো. নূরুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।
সিভিল সার্জন আরও জানান, ২৪ ঘণ্টায় মোট ৫৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২০টি নমুনার আ্যান্টিজেন পরীক্ষায় কারও করোনা শনাক্ত হয়নি এবং ৩৩টি নমুনার আরটিপিসিআর ল্যাবের পরীক্ষায় ১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার সংখ্যা বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ৮৯ শতাংশ। নতুন শনাক্ত হওয়া একজন পলাশ উপজেলার বাসিন্দা।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ জন। করোনার উপসর্গ নিয়ে এখন হাসপাতালে ভর্তি আছেন ২১ জন এবং করোনা আক্রান্ত রোগী আছেন একজন।
জেলায় এ পর্যন্ত ৫৯ হাজার ৪৯৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ৪১৩ জনের। শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৬ হাজার ১০৭ জন, রায়পুরাতে ৬১৪ জন, বেলাবতে ৭৩৭ জন, মনোহরদীতে ৮৯৭ জন, শিবপুরে ১ হাজার ৪০৯ জন, পলাশে ১ হাজার ৬৪৯ জন রয়েছেন।
জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৯ জন।