গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে বাওট সোলাইমানি মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে নির্বাচনী জনসভা হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো. আবুল হাশেম বিশ্বাস। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।