নরসিংদীর রায়পুরায় তৃতীয় ধাপের ইউনিয়ন (ইউপি) নির্বাচনে আগামী ২৮ নভেম্বর ভোটগ্রহণ হবে। উপজেলার ১২ ইউপিতে চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য পদে মোট মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫৪৭ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫৭ জন, সাধারণ মহিলা সদস্য পদে ১১৬ জন, সদস্য পদে ৩৭৫ জন রয়েছেন। গত মঙ্গলবার মনোনয়ন দাখিলের শেষ দিন পর্যন্ত এত মনোনয়নপত্র জমা পড়ে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত ১২ জন, ইসলামি আন্দোলনের ৭ জন, জাকের পার্টির ১ জন এবং স্বতন্ত্র ৩৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ১১ নভেম্বর পর্যন্ত। প্রতীক দেওয়া হবে আগামী ১৪ নভেম্বর।