মনিরামপুরে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাহবুর রহমান (৩৫) নামের এক গ্রাম পুলিশের সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে গৃহবধূর ভাশুর বাদী হয়ে মনিরামপুর থানায় মামলাটি করেছেন।
এর আগে গত রোববার দুপুরে মাহাবুরের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী গৃহবধূ। এরপর সোমবার দিবাগত মধ্যরাতে পুলিশ মাহাবুরকে হেফাজতে নেয়। মাহবুবুর রহমান মনোহরপুর ৪ নম্বর ওয়ার্ডে দায়িত্বরত। তাঁর বাড়ি মাহাবুর কপালিয়া গ্রামে।
মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কলিপদ মণ্ডল বলেন, ‘মাহাবুরের প্রতিবেশী এক গৃহবধূ পরিষদ থেকে মেয়ের জন্মনিবন্ধন পেতে তাঁর (মাহাবুর) মাধ্যমে আবেদন করেন। গৃহবধূর স্বামী বাসায় না থাকায় শুক্রবার রাতে জন্মসনদ দেওয়ার কথা বলে ওই বাড়িতে যান মাহাবুর। একপর্যায়ে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন তিনি।’
মনিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান বলেন, ‘ধর্ষণ মামলায় একজন গ্রেপ্তার হয়েছেন।’