Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

প্রয়াত পুলিশ সদস্যের স্মরণে ভাস্কর্য অম্লান-৭১

পাবনা প্রতিনিধি

প্রয়াত পুলিশ সদস্যের স্মরণে ভাস্কর্য অম্লান-৭১

মহান মুক্তিযুদ্ধে নিহত পাবনা জেলা পুলিশ সদস্যের স্মৃতির উদ্দেশে নির্মিত ভাস্কর্য অম্লান-৭১ উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে আয়োজিত দিনব্যাপী নানা অনুষ্ঠানের দ্বিতীয় অংশে বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের সামনে ভাস্কর্যটি উদ্বোধন করেন পুলিশ সুপার মোহম্মদ মহিবুল ইসলাম খান।

উদ্বোধনের সময় বীর মুক্তিযোদ্ধাদের ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ভাস্কর্য উদ্বোধনের পর মুক্তিযুদ্ধে পাবনা জেলা পুলিশের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক পাবনায় গঠিত স্বাধীন বাংলা সংগ্রাম পরিষদের সদস্য তৎকালীন জেলা পুলিশ সুপার চৌধুরী আব্দুল গফফার স্মরণে অম্লান-৭১ নামের এই ভাস্কর্য উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌধুরী আব্দুল গফ্‌ফারের মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক রোকেয়া সুলতানা ও তাঁর পরিবারের অন্য সদস্যরা। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে স্বাধীন বাংলা বেতারের দেশাত্মবোধক গানের বিরতিতে চলে আলোচনা সভা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের সময় পাবনার পুলিশ সুপার ছিলেন চৌধুরী আবদুল গফ্ফার। দেশের জন্য তিনি জীবনের মায়া ত্যাগ করে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। মুক্তিযোদ্ধাদের জন্য অস্ত্রাগার খুলে দিয়েছিলেন। পাবনা হানাদারমুক্ত হওয়ার পেছনে আবদুল গফ্ফারের অবদান আজও সবাই শ্রদ্ধাভরে স্মরণ করেন। অন্যদিকে আশিকুজ্জামান খান (২৮) পাবনায় পুলিশ কনস্টেবল পদে চাকরি করতেন। সাড়ে চার বছরের চাকরিজীবনে অনেক সময় কাজের চাপে পরিবারকে সময় দিতে পারেননি। ১৮ মাস বয়সী মেয়ের মুখ থেকে বাবা ডাক শোনার আগেই গত বছরের ১০ ডিসেম্বর মস্তিষ্কে রক্তক্ষরণে তিনি মারা যান।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ