নাটোরের বাগাতিপাড়ায় ১৬ জানুয়ারির পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে, কর্মিসভা করে নাটোর-১ আসনের সাংসদ শহিদুল ইসলাম বকুল নৌকায় ভোট চেয়েছেন। গত রোববার সন্ধ্যায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহিদা খাতুনকে বিজয়ী করতে তিনি দলীয় নেতা-কর্মীদের নিয়ে সান্যালপাড়া এলাকায় নিজ দিঘিরপাড়ে এ কর্মিসভা করেন।
এ সময় পৌর আওয়ামী লীগের নেতা আল মামুন সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল। বক্তব্য দেন জেলা সংস্কৃতিবিষয়ক সম্পাদক ইউনুস আলী, বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, বনপাড়া পৌর মেয়র জাকির হোসেন। পাঁকা ইউনিয়নের সদ্য নির্বাচিত চেয়ারম্যান নয়েজ মাহামুদ, যুবলীগ নেতা নাসিম মাহামুদ, আওয়ামী লীগ নেতা আজিজুল হাকিম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দিপক কুমার কুণ্ডু প্রমুখ।
এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মজিদ বলেন, সাংসদ কোনো নির্বাচনী প্রচারে অংশ নিতে পারেন না। যদি করে থাকেন, তাহলে সেটা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হবে। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে সাংসদ শহিদুল ইসলাম বকুল আজকের পত্রিকাকে বলেন, ‘এখনো প্রতীক বরাদ্দ হয়নি। এ ছাড়া তিনি যে স্থানে কর্মিসভা করেছেন তা পৌর এলাকার বাইরে। আওয়ামী লীগের সাংসদ হিসেবে কর্মিসভা করা, নৌকার পক্ষে ভোট চাওয়া এ কাজগুলো তো করতেই হবে। এতে মনে হয় আচরণবিধি লঙ্ঘন হয়নি।’