বিনোদন প্রতিবেদক, ঢাকা
জাতির সূর্যসন্তান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি হয়েছে দুটি নতুন গান। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রকাশিত হবে গান দুটি।
কত শূন্যতা চারিদিকে
কণ্ঠশিল্পী আগুন, স্বীকৃতি ও মোমিন বিশ্বাস গেয়েছেন ‘কত শূন্যতা চারিদিকে’। লিখেছেন সৈয়দ মইনুল হাসান। সংগীত আয়োজন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী সংগীত পরিচালক মকসুদ জামিল মিন্টু।
মকসুদ জামিল মিন্টু বলেন, ‘আগেও বুদ্ধিজীবীদের স্মরণে গান করার সুযোগ হয়েছে আমার। কিন্তু এই গানটি অন্য রকম আবেগের একটি গান। স্বাধীনতার এতগুলো বছর পরেও শহীদ বুদ্ধিজীবীদের হারানোর বেদনা আমাদের কাঁদায়। এই বেদনা কোনোদিনই ভুলবার নয়। তাই শহীদদের প্রতি আমাদের সবার পক্ষ থেকে গানের মাধ্যমে এই শ্রদ্ধা নিবেদন।’
আগুন বলেন, ‘শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন দেশের সম্পদ, জাতির বিবেক। তাঁদের হারানোর বেদনা এখনো আমাদের দগ্ধ করে। শিল্পী হিসেবে তাঁদের প্রতি শ্রদ্ধা আর সম্মান জানিয়ে গান গাইতে পেরে খুবই ভালো লাগছে।’ আজ এনিগমা মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও ওয়েবসাইটে মুক্তি পাবে ‘কত শূন্যতা চারিদিকে’ গানটি।
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গীতিকবি সুজন হাজংয়ের লেখা ‘অমর বিশ্বাসে’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন স্বরলিপি। সুর করেছেন রংদী, সংগীত আয়োজনে জাহিদ বাশার পংকজ।
গীতিকবি সুজন হাজং বলেন, ‘বুদ্ধিজীবীদের শ্রদ্ধায় ও চেতনায় স্মরণ করার গান এটি। বুদ্ধিজীবীদের জীবন বলিদান, গৌরব ও মর্যাদার কথা বলা হয়েছে গানটিতে। গানটির মাধ্যমে বুদ্ধিজীবীদের প্রতি যথাযথ সম্মান ও ভালোবাসা নিবেদন করার বার্তা খুঁজে পাবে তরুণ প্রজন্ম।’
স্বরলিপি বলেন, ‘বুদ্ধিজীবীদের নিয়ে গাওয়া এটি আমার প্রথম গান। এমন একটি গান গাইতে পেরে আমি গর্বিত। বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ এই গান।’ গানটি আজ প্রকাশ পাবে সুজন হাজং অফিশিয়াল নামের ইউটিউব চ্যানেলে।