রংপুর জেলা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। কমিটি হওয়ার সাত বছর তিন মাস পর এ সিদ্ধান্ত নেওয়া হলো।
ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গত মঙ্গলবার সন্ধ্যায় কমিটি বিলুপ্তির ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে রংপুর জেলা শাখার নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহীদের আগামী ১৫ কার্যদিবসের মধ্যে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের কাছে জীবনবৃত্তান্ত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রংপুর জেলা ছাত্রলীগের কমিটি ২০১৪ সালের ৯ ডিসেম্বর গঠন করা হয়। তৎকালীন ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ এবং সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম স্বাক্ষরিত পত্রে ১ বছরের জন্য কমিটি দেওয়া হয়। এতে মেহেদী হাসান রনিকে সভাপতি ও রাকিবুল ইসলাম কাননকে সাধারণ সম্পাদক করা হয়। এরপর ৭ বছর পার হয়ে গেলেও নতুন কমিটি হয়নি।