মিঠাপুকুর উপজেলার একজন প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তাকে তদন্ত ভার দেওয়া হয়েছে। রফিকুল ইসলাম নামে এক অভিভাবকের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে এই তদন্তের নির্দেশ দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জানা গেছে, উপজেলার মিঠাপুকুর বালিকা উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক অভিভাবক সদস্য রফিকুল ইসলাম প্রধান শিক্ষক আতিয়ার রহমানের বিরুদ্ধে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে দরখাস্ত করেন। এই দরখাস্তের প্রেক্ষিতে অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা ফখরুল ইসলামকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। শিক্ষা কর্মকর্তা চন্দ্র শেখর হালদার (মাধ্যমিক-১) স্বাক্ষরিত পত্রে এই তথ্য জানা গেছে।