পবিত্র ওমরাহ পালন করতে স্বামীর সঙ্গে সৌদি আরব গিয়েছিলেন মাহিয়া মাহি। ফেরার পর থেকেই একটি গুঞ্জন তাঁর চারপাশে ঘুরছিল—মাহি নাকি অভিনয় ছেড়ে দেবেন! মন দেবেন ধর্মকর্ম আর সংসারে! গত সপ্তাহে চয়নিকা চৌধুরীর ‘কাগজের বউ’ ওয়েব ফিল্ম থেকে সরে আসার পর গুঞ্জনটি আরও ঘনীভূত হয়েছিল।
এবার জানা গেল, আবারও শুটিংয়ে ফিরছেন মাহি। ‘বুবুজান’ নামের একটি ছবি দিয়ে অনেক দিন পর শুটিং ফ্লোরে পা রাখবেন তিনি। এ খবর জানিয়েছেন ছবির পরিচালক শামীম আহমেদ রনী।
২৭ ডিসেম্বর থেকে এফডিসিতে চলবে ছবির শেষ ধাপের শুটিং। এতে মাহি ছাড়াও অংশ নেবেন ছবির নায়ক শান্ত খান, সালওয়া, শিবা শানুসহ একাধিক অভিনয়শিল্পী। চলতি বছরের শুরুর দিকে ‘বুবুজান’-এর বেশির ভাগ অংশের কাজ শেষ হয়েছিল। তখন মাহিও ছিলেন শুটিংয়ে। এতে তিনি অভিনয় করছেন নায়কের ‘বুবুজান’-এর চরিত্রে।
জানা গেছে, পুরোনো ছবির শুটিংয়ে ফিরলেও আপাতত নতুন কোনো কাজের প্রস্তাবে সায় দিচ্ছেন না অভিনেত্রী।