ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদক সেবন করায় চার ব্যক্তিকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার রাত ৯টার দিকে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের তুফায়েলনগর এলাকায় এই সাজা দেওয়া হয়।
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের মোহাম্মদ হাসেন (৩৫), মজলিশপুর বাড়িউড়া গ্রামের হৃদয় মিয়া (২৮), একই গ্রামের রবিন মিয়া (৩০) ও বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের চান্দুরা গ্রামের সাদ্দাম হোসেন (২৮)।
বিজয়নগরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাবেয়া আফসার সায়মা বলেন, ‘জেলার বিভিন্ন উপজেলা থেকে বিজয়নগর সীমান্তবর্তী তুফায়েল নগরে মাদক সেবন করতে আসে এমন সংবাদ পাই। পরে রাতে অভিযান পরিচালনা করে ৪ মাদকসেবীকে আটক করা হয়। এ সময় ২ জনকে ৫ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা ও অন্য ২ জনকে ৪ মাসের কারাদণ্ড ও ৪০০ টাকা জরিমানা করা হয়।’