নাটোরের বাগাতিপাড়ায় ডিলারেরা সরকারের বেঁধে দেওয়া দামে সার বিক্রি করছেন না বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় কৃষকদের অভিযোগ, বস্তাপ্রতি ইউরিয়া সারে ১০০ টাকা এবং টিএসপি সারে ১৫০ থেকে ২০০ টাকা বেশি নেওয়া হচ্ছে। এ নিয়ে তাঁদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
কৃষকেরা জানান, বস্তাপ্রতি ইউরিয়া সারের সরকার নির্ধারিত দাম ৮০০ টাকা হলেও নেওয়া হচ্ছে ৯০০ টাকা। আর টিএসপি সারের বস্তা ১ হাজার ১০০ টাকার জায়গায় কিনতে হচ্ছে ১ হাজার ২৫০ থেকে ১ হাজার ৩০০ টাকায়।
সোনাপাতিল এলাকার কৃষক রাশেদুল কবির বলেন, মালঞ্চি বাজারের ডিলার বজ্রংলাল আগারওয়ালের কাছে ইউরিয়া সার কিনতে গেলে ৯০০ টাকার কমে বিক্রি করতে অস্বীকৃতি জানান। তবে ডিলার বজ্রংলাল দাবি করেন, কোনো সারের দাম বেশি নেওয়া হচ্ছে না। তাঁর নামে অপপ্রচার চালানো হচ্ছে।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মোমরেজ আলী বলেন, কেউ যদি সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করে থাকেন, তাহলে তদন্ত করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।