নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে পৌরসভায় নাগরিকসেবা বাড়াতে পৌর নাগরিকদের সঙ্গে মুক্ত আলোচনার টেবিলের উদ্যোগ নিয়েছেন নবনির্বাচিত পৌর মেয়র আল-মুজাহিদ হোসেন তুষার। গত সোমবার মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই এই উদ্যোগ গ্রহণ করেন তিনি। পৌর কার্যালয়ের নিচে মুক্ত আলোচনায় বসে প্রতিদিনই। পৌর এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে নাগরিকেরা সরাসরি মেয়রের সঙ্গে কথা বলতে পারবেন।
এ সময় মেয়র আল-মুজাহিদ হোসেন তুষার বলেন, ‘ঘোড়াশাল পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই পৌর নাগরিকদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ শুরু করেছি। বিশেষ করে জন্ম নিবন্ধন সনদ পেতে পৌর নাগরিকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। যা সমাধানে ইতিমধ্যে কাজ শুরু করেছি। পাশাপাশি পৌরসভায় সেবা নিতে আসা নাগরিকদের জন্য নিরাপদ কোনো পানি খাওয়ার ব্যবস্থা ছিল না। নিরাপদ পানির ব্যবস্থা করেছি।’
তিনি আরও বলেন, পৌর নাগরিকদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধান করার জন্য এবং নিজেদের সমস্যা নিয়ে নাগরিকেরা যেন সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারেন, সে জন্যই মুক্ত আলোচনার আয়োজন করেছি। প্রতিদিন পৌরসভায় এসেই আগে পৌর নাগরিকদের বিভিন্ন সমস্যার কথা শুনতে মুক্ত আলোচনায় বসি।’