মির্জাপুর উপজেলার উয়ার্শী পাইকপাড়া এম ইয়াছিন অ্যান্ড ইউনুছ খান উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সকাল দশটা থেকে বিকেলে চারটা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে চারজন নির্বাচিত হন। যারা নির্বাচিত হলেন মো. মনিরুজ্জামান ১৮১ ভোট, আমজাদ হোসেন ১৫৬, দেলুয়ার হোসেন ১৫০ ও আমানুর রহমান খান ১৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন।
মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রবীর কুমার চৌধুরী নির্বাচনে প্রিসাইডিং অফিসের দায়িত্ব পালন করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুর রহমান জানান, নির্বাচনে ৬২৮ জন ভোটারের মধ্যে ৩২২ জন ভোট দিয়েছেন।