ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় এক হাজার ৫৪৯ জন জেলে পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার কাচিকাটা ইউনিয়নের পদ্মাপাড়ের বোরকাঠি বাজারে ১-৯ নম্বর ওয়ার্ডের জেলে কার্ডধারী প্রত্যককে ২০ কেজি করে চাল দেন উপজেলা উপসহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গিয়াস উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন, কাচিকাটা ইউপি চেয়ারম্যান নুরুল আমিন দেওয়ান, পরিষদের সচিব লুৎফর রহমান প্রমুখ।