Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

সাজা শেষেও দেশে ফিরতে পারছেন না ৫ ভারতীয়

কুড়িগ্রাম ও পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

সাজা শেষেও দেশে ফিরতে পারছেন না ৫ ভারতীয়

কুড়িগ্রাম কারাগারে সাজার মেয়াদ শেষ হওয়ার পরও প্রত্যাবাসন জটিলতায় পাঁচ ভারতীয় নাগরিককে দেশে পাঠানো সম্ভব হয়নি। তাঁদের গতকাল মঙ্গলবার লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরের বিপরীতে ভারতের চ্যাংরাবান্ধা চেকপোস্ট দিয়ে দেশে ফেরার কথা ছিল। তবে বিএসএফের সম্মতিপত্র না থাকায় তাঁদের ফিরিয়ে দেয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

পাঁচ ভারতীয় হলেন আসামের সেলিম মিয়া, জাহাঙ্গীর আলম, শাহ আলম, নুরুজ্জামান ও পশ্চিমবঙ্গের আলম মিয়া। তাঁরা গত বছর অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। এ সময় পাসপোর্ট আইন অমান্য করে প্রবেশ করায় তাঁদের বিজিবি আটক করে মামলা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। শুনানি শেষে আদালত প্রত্যেককে ১০ মাস করে কারাদণ্ড ও ১ হাজার টাকা করে জরিমানার নির্দেশে দেন।

কুড়িগ্রাম জেলা কারাগারে সাজা ভোগের পর বাংলাদেশ-ভারত বর্ডার ভিকটিমস রেসকিউ লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট ফোরামের উদ্যোগে পাঁচজনকে দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। এ জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের আদেশের ব্যবস্থা করা হয়।

গতকাল দেশে পাঠানোর জন্য পাঁচজনকে সীমান্তে হাজির করা হলে ভারতীয় কর্মকর্তারা কোনো অনুমোদনপত্র পাননি বলে তাঁদের নিতে অস্বীকার করেন। ফলে কুড়িগ্রাম কারাগার কর্তৃপক্ষ তাঁদের ফিরিয়ে নিয়ে যায়।

বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, ‘আমরা ভারতের চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন পুলিশের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তাঁরা সাজা ভোগ শেষে তাঁদের দেশের নাগরিকদের ফেরত নিতে কোনো অনুমতিপত্র পাননি বলে জানান। এ জন্য তাঁরা ফিরিয়ে দেন।’

কুড়িগ্রাম জেলা কারাগারের জেলার ইসমাইল হোসেন বলেন, ‘ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা বা সম্মতিপত্র দিয়ে ভারতীয়দের হস্তান্তর করা সম্ভব নয়। বিএসএফ তাঁদের গ্রহণ করার জন্য এখনো কোনো সম্মতিপত্র দেয়নি। আমি নিজে ইমিগ্রেশন চেকপোস্টে এসেছিলাম। পাঁচজনকে নিয়ে আবারও কুড়িগ্রাম জেলা কারাগারে ফিরেছি।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ