করোনা প্রথম শনাক্ত হওয়া দেশ চীনে ফের সংক্রমণে দেখা গেছে ঊর্ধ্বগতি। ডেলটা ধরন ছড়িয়ে যাওয়ায় এক দিনে আরও ৩২ জন করোনা আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে বেশির ভাগই উত্তর পূর্বাঞ্চলীয় দালিয়ান শহরের স্থানীয় বাসিন্দা। এখান থেকে অন্যান্য শহরে লোক ছড়িয়ে পড়ায় সংক্রমণ একটু বেশি। তবে এখন থেকে ভ্রমণকারীদের সবাইকে থাকতে হচ্ছে ১৪ দিনের কোয়ারেন্টিনে।
নতুন শনাক্ত নিয়ে গত ১৭ অক্টোবর থেকে গতকাল পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩০৮ জন। পুরো গ্রীষ্মকালীন সময়ে শনাক্তের সংখ্যা ছিল এর চেয়ে কম। চীনের ২১টি প্রদেশে করোনার ডেলটা ধরন ছড়িয়ে পড়েছে। ফলে আক্রান্তে শূন্যের কোটায় আসতে পারছে না দেশটি। চীনে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৯৮ হাজার ৩১৫ জন।
গতকাল ওয়ার্ল্ডোমিটারের তথ্য থেকে জানা যায়, আগের ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন আরও সাড়ে ৩ লাখ। করোনায় মারা গেছেন ৪ হাজার ৪০০। শনাক্ত ও মৃত্যুতে শীর্ষে রয়েছে রাশিয়া। ইতিমধ্যেই বিশ্বে করোনায় মৃত্যু অর্ধকোটি ছাড়িয়েছে।