যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি ও মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে আলিম ও কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে বিএম শাখায় পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ বৃহস্পতিবার। সকাল ১০টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত এ সব কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সাতক্ষীরার পাটকেলঘাটার ২টি কেন্দ্র যথাক্রমে পাটকেলঘাটা হারুন-অর-রশিদ ডিগ্রি কলেজ, কুমিরা মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্র, তালা সরকারি কলেজ কেন্দ্র, শহীদ মুক্তিযোদ্ধা কলেজ ও তালা মহিলা কলেজ কেন্দ্র হতে ২২৮৮ জন পরীক্ষার্থী, কারিগরি শাখায় ৭১৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে একমাত্র তালা আলিয়া মাদ্রাসা কেন্দ্র হতে ২৪৬ জন পরীক্ষার্থী আলিম পরীক্ষা নিচ্ছে।
পাটকেলঘাটার কুমিরা মহিলা কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান জানান, করোনাকালীন সময়ে সরকার সংক্ষিপ্ত সিলেবাসে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের পরীক্ষা নিচ্ছেন।
তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান জানান, শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা অনুষ্ঠানের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।