আগামী ২৩ ডিসেম্বর সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা গণসংযোগ, সভা- সমাবেশ অব্যাহত রেখেছে। নির্বাচনকে ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা।
আওয়ামী লীগের একাধিক প্রার্থী মাঠে গণসংযোগ করতে দেখা যাচ্ছে। তাঁরা হলেন বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আজিজুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো রফিকুল ইসলাম, ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক শেখ শাহাবাজ আলী, সাবেক ছাত্রনেতা মো. রেজাউল ইসলাম রেজা, ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান মিঠু। এ ছাড়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা গোলাম মোস্তফা ও জামায়াতের অধ্যাপক ইদ্রিস আলী নির্বাচন করবেন বলে শোনা যাচ্ছে।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে কুমিরা ইউনিয়ন মোট ভোটার ১৮০৯৮ এর মধ্যে পুরুষ ভোটার ৯১৪১ ও মহিলা ভোটার ৮৯৫৭।