Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

পুনর্মূল্যায়ন স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে মন্ত্রণালয়ে চসিকের চিঠি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পুনর্মূল্যায়ন স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে মন্ত্রণালয়ে চসিকের চিঠি

ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের হোল্ডিংগুলোতে ২০১৭-১৮ অর্থবছরের প্রথম কোয়ার্টারে প্রকাশিত পঞ্চবার্ষিক কর পুনর্মূল্যায়ন স্থগিতাদেশ প্রত্যাহারের অনুমতি চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন। গত রোববার করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম স্বাক্ষরিত চিঠিটি মন্ত্রণালয়ে পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, চট্টগ্রাম সিটি করপোরেশনের আয়ের মূল উৎস গৃহকর। সিটি করপোরেশন বিধিতে (১৯৮৬) প্রতি পাঁচ বছর পর পর কায়িক অনুসন্ধানের মাধ্যমে গৃহকর পুনর্মূল্যায়নের এখতিয়ার সিটি করপোরেশনকে দেওয়া হয়েছে। সেই অনুযায়ী ২০১৬-১৭ অর্থবছরে চট্টগ্রাম সিটি করপোরেশন সরকারি ও বেসরকারি হোল্ডিংসমূহের গৃহকর পুনর্মূল্যায়নের কার্যক্রম সমাপ্ত করা হয়। এরপর ২০১৭-১৮ অর্থ বছরের প্রথম কোয়ার্টার হতে বলবতকৃত নতুন পঞ্চবার্ষিক কর পুনর্মূল্যায়নের ওপর দায়েরকৃত আপিল আবেদন নিষ্পত্তি করে কর আদায়কালে বিভিন্ন মহলের বিরোধিতার মুখে পড়ে চসিক। এ কারণে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক ২০১৭ সালের ১০ ডিসেম্বর গৃহকর পুনর্মূল্যায়ন কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা দেওয়ায় তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

এতে আরও বলা হয়, স্থগিতাদেশ থাকার কারণে তা কার্যকর করা যাচ্ছে না। যে কারণে ২০১০-১১ অর্থবছরের পঞ্চবার্ষিক কর পুনর্মূল্যায়ন অনুযায়ী নির্ধারিত হারে কর আদায় কার্যক্রম চালু রয়েছে। চলমান আয়ের মাধ্যমে সিটি করপোরেশনের ৬০ লাখ জনসাধারণের নাগরিক সেবা ও বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের ব্যয় নির্বাহ করা সম্ভব নয়। এই অবস্থায় নাগরিক সেবা ও উন্নয়ন কর্মকাণ্ড গতিশীল রাখতে ২০১৭-১৮ অর্থবছরের প্রথম কোয়ার্টারে প্রকাশিত পঞ্চবার্ষিক কর পুনর্মূল্যায়নের স্থগিতাদেশ প্রত্যাহারের অনুমতি প্রদানের অনুরোধ করা হলো।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ